কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই পুরভোট। অন্যান্য দলের পাশাপাশি জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপিও। মঙ্গলবার গোয়াবাগানে ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌর নিগমের ১৪৪ টি ওয়ার্ডে ভোট। পুরভোটে কার মাথায় উঠবে মুকুট বর্তমানে সেদিকেই নজর রাজনৈতিক দলগুলোর।
পুরভোটে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলো। গোয়াবাগান এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী শরৎ সিং। এদিন ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে খোদ দিলীপ ঘোষ। সকাল সকাল প্রচারে বেরিয়ে লিফলেট বিলি করেন দিলীপ ঘোষ। দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সারেন দিলীপ ঘোষ ।

