শ্রীনগর, ১৩ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। শ্রীনগরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। শ্রীনগরের রাঙরেট এলাকার ঘটনা। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানা যায়নি। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সোমবার শ্রীনগরের রাঙরেট এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে দু’জন অজ্ঞাতপরিচয় জঙ্গি নিকেশ হয়েছে।
রবিবার রাতেই জম্মু জেলার আর এস পুরা সেক্টরে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে নিকেশ হয়েছে অনুপ্রবেশের চেষ্টা করা একজন পাকিস্তানি মহিলা। বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, রবিবার রাতে আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সুরক্ষা বাহিনীর। আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করার জন্য সতর্ক করা হয়, কিন্তু কোনও কথা না শুনে ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকে ওই অনুপ্রবেশকারী। ফলে বিএসএফ গুলি চালায় এবং ওই পাক মহিলার মৃত্যু হয়।

