Sacrifice : শান্তি মহাযজ্ঞ করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ আজ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের দৈত্যেশ্বরী কালী বাড়ি মন্দিরে শান্তি মহাযজ্ঞে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এরপর দৈত্যেশ্বরী কালী মায়ের দর্শন ও প্রার্থনা করেন৷ এদিনের কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে সাধু, সন্ত ও বক্ষচারীরা উপস্থিত হন৷ তাঁদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী৷

এরপর এখানে উপস্থিত সাধু, সন্ত ও বক্ষচারীদের মধ্যে শ্রীমদ্ভগবদ গীতা বিতরণ করেন৷ এদিনের শান্তি মহাযে’ মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক প্রমুখ৷