Brown Sugar: নেশা বিক্রেতা আটক, উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিল জনতা

আগরতলা, ১১ ডিসেম্বর : ব্রাউন সুগার বিক্রি করতে এসে বিশ্রামগঞ্জ এর পুষ্কর বাড়ি এলাকায় স্থানীয় জনগণের কাছে হাতেনাতে ধরা পড়েছে এক নেশা কারবারি। তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, পুষ্কর  বাড়ি এলাকায় শুক্রবার রাতে ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে এলাকার জনজাতির লোকেদের হাতে আটক হয়েছে কুখ্যাত নেশা বিক্রেতা সুব্রত দেবনাথ। তার বাড়ি বিশ্রামগঞ্জ বড়জলা এস পি অফিস সংলগ্ন কালী মন্দিরের পাশে। পরবর্তী সময়ে এলাকার জনগণ উত্তম-মধ্যম দিয়ে তাকে বিশ্রামগঞ্জ থানা পুলিশ হাতে তুলে দেন।

ইতিপূর্বেও সুব্রত দেবনাথ নেশাজাতীয় দ্রব্য বিক্রি করার অপরাধে চার মাসের জন্য জেলের সাজা কেটেছে বলে সে নিজের মুখে স্বীকার করেছে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।