Covid infection: কোভিড-সংক্ৰমণ কমছেই না, ১১৭১ বেড়ে রাশিয়ায় মোট মৃত্যু ২.৮৮-লক্ষাধিক

মস্কো, ১১ ডিসেম্বর (হি.স.): রাশিয়ায় করোনা-সংক্রমণ কমছেই না, মাসের পর মাস ধরে ক্রমাগত বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই মৃত্যু হচ্ছে হাজারেরও বেশি রোগীর। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,১৭১ জন রোগীর। নতুন করে ১ হাজার ১৭১ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৮৮,৩৫১ জনের।

মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাশিয়ায়। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০,২৮৮ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৯৮৬,৯৬৭ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ৮,৭০৯,৯৬৪ জন।