আগরতলা, ১১ ডিসেম্বর (হি. স.) : ভারত ও বাংলাদেশের শিল্পদ্যোগীদের ৯ জনের এক প্রতিনিধি দল আজ দক্ষিণ ত্রিপুরায় জেলায় সাব্রুম সফর করেন। মূলত, সাব্রুম শহরকে ঘিরে শিল্প সম্ভাবনার বিষয়টি সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যেই তাঁদের সফর ছিল বলে মনে করা হচ্ছে।
এদিন সফরকালে প্রতিনিধিদল সাব্রুম ডাকবাংলায় স্থানীয় বিধায়ক শংকর রায়ের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বিধায়ক শংকর রায় সফরকারী প্রতিনিধি দলের কাছে সাব্রুমে শিল্প সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। এর পর প্রতিনিধি দলটি এসইজেড, ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু, আইসিপি, লজিস্টিক হাব, গুডস ইয়ার্ড, লুধুয়া শিল্প তালুক, সাব্রুম রেলস্টেশন, হ্যালিপ্যাড, বাস টার্মিনাস, একলব্য স্কুল ইত্যাদি নির্মাণস্থল পরিদর্শন করেন। সফর শেষে প্রতিনিধি দলের অন্যতম সদস্য মুস্তাক হোসেইন ত্রিপুরায় বাংলাদেশের শিল্পপতিদের শিল্প স্থাপনের আগ্রহের কথা তুলে ধরেন।
প্রসঙ্গত, সাব্রুমকে ঘিরে আগামীদিনে ত্রিপুরায় শিল্প সম্ভাবনার নতুন অধ্যায় রচিত হতে চলেছে। কারণ, মৈত্রী সেতু নির্মাণের ফলে আগামীদিনে পণ্য আমদানি-রফতানিতে সাব্রুম উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশ দ্বারে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরী হয়েছে। ফলে, শিল্পদ্যোগীদের জন্য অদূর ভবিষ্যতে সাব্রুম অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে, তা অস্বীকার কোন সুযোগ নেই।