নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): মরশুমের শীতলতম রাত উপভোগ করল রাজধানী দিল্লি। শুক্রবার রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কমে ৮.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, এই মরশুমে এখনও পর্যন্ত এটাই মরশুমের শীতলতম রাত দিল্লিতে। ভারতীয় আবহাওয়া দফতর শনিবার সকালে জানিয়েছে, শুক্রবার রাতে দিল্লিতে সর্বাধিক শীত ছিল, তাপমাত্রা নেমে যায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াসে।
শীত বাড়লেও, দিল্লির বাতাস এখনও দূষিতই। শনিবার সকাল আটটা নাগাদ দিল্লির বাতাসের সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০২, যা ভীষণ খারাপের পর্যায়ের মধ্যে পড়ে। দিল্লির সংলগ্ন ফরিদাবাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৬৬, গাজিয়াবাদে ২৬২, গ্রেটার নয়ডায় ২২৪, গুরুগাঁও-এ ২৮৮ এবং নয়ডায় ২৫৪। শনিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

