নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): বিগত কয়েকদিন ধরে ভারতে ওঠা-নামা করছে করোনা-আক্রান্তের সংখ্যা, তবে রোজই চিন্তা বাড়াচ্ছে মৃত্যু। রবিবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২১১ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৮,৮৩৪ জন, ভারতে সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশেই থমকে রয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯,৮৪,১৬-এ পৌঁছেছে (৫৫২ দিনের মধ্যে সর্বনিম্ন), বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে মাত্র ৭৩৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,৩০৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৪ লক্ষ ৫৫ হাজার ৯১১ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,২৭,৯৩,০৯,৬৬৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২১১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭৩,৫৩৭ জন (১.৩৭ শতাংশ)। করোনার প্রকোপের মধ্যেই সুস্থতা খানিকটা স্বস্তি দিচ্ছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৮,৮৩৪ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪০,৬৯,৬০৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৩৫ শতাংশ।