গোরক্ষপুর, ৫ ডিসেম্বর (হি.স.): আগামী ৭ ডিসেম্বর, মঙ্গলবার উত্তর প্রদেশের গোরক্ষপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন গোরক্ষপুরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। গোরক্ষপুরে ৯ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হবে গোরক্ষপুর ফার্টিলাইজার প্ল্যান্টও। এছাড়াও এইমস-গোরক্ষপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি সম্পর্কে রবিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আগামী ৭ ডিসেম্বর গোরক্ষপুরে ৯ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গোরক্ষপুর ফার্টিলাইজার প্ল্যান্টও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এইমস-গোরক্ষপুর তৈরি রয়েছে, সেটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।” উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে আক্রমণ করে যোগী বলেছেন, পূর্বতন সরকারগুলি রাজ্যের এই অঞ্চলের উন্নয়নে কাজ করেনি।