Theft : শান্তিরবাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার ২ ডিসেম্বর৷৷ রাতের আধারে জুয়েলারি দোকানে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজাব শহরের বি এস এন এল টেলিফোন অফিস সংলগ্ণ এলাকায় এক স্বর্নদোকানে বুধবার রাত্রিবেলায় চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল৷ বৃহস্পতিবার সকালবেলায় চুরির বিষয়টি জানতেপারে দোকানের মালিক সহ পাশ্ববর্তী অন্যান্য দোকানদাররা৷


ঘটনা জানাজানিব পর চুরির বিষটি শান্তির বাজার থানায় জানানো হয়৷ এই চুরিকান্ডসম্পর্কে দোকানের মালিকের সঙ্গে কথাবলে জানা যায় দোকান থেকে আনুমানিক দের লক্ষ টাকার সামগ্রী চুবি কবে নিযে যায় নিশিকুটম্বেরদল৷ রাত্রি বেলায় শান্তির বাজারে পুলিশ টলহদারি নিয়ে প্রশ্ণজাগছে লোকমনে৷ পুলিশ সঠিকভাবে টহলদারি দিয়েথাকলে চুরি করার সাহস পেতোনা নিশিকুটম্বের দল এমনটাই অভিমত স্থানীয় ব্যাবসায়ীদের৷ চুরির ঘটনারপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে নেমেছেন৷ এখনদেখারবিষয় এই চুরিকান্ডের সাথেজরিত লোকজনদের চিহ্ণিত করতে ও চোরদের শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷