নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ঋতু পরিবর্তনের সাথে সাথে রাজ্যে হালকা শীতের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে৷ শীতের আমেজ উপভোগ করতে অপেক্ষার অবসান ঘটতে শুরু করেছে৷ রাজ্যেও ধীরে ধীরে শীতের আগমন ঘটতে শুরু করেছে৷
আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাই সন্ধ্যা হলেই ঠান্ডা অনুভব হয়৷ আমাদের দেশে গরম অপেক্ষাকৃত বেশি৷ স্বাভাবিক কারণেই শীতের মৌসুমকে আপন করে নিতে চান মানুষ৷ শীতের আগমনকে ঘিরে মানুষের মধ্যে রীতিমতো উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ শীতের দিনে চড়ুইভাতি সহ নানা অনুষ্ঠানে মেতে ওঠেন ভোজন রসিক বাঙালিরা৷ শীতকালে পর্যটন ক্ষেত্রগুলিটিও পর্যটকদের ভিড় পরিলক্ষিত হয়৷ দেশ-বিদেশের পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন৷ শীতের আগমন নিয়ে আবহাওয়া দপ্তরের অধিকর্তা দিলীপ সাহা জানান, আমাদের রাজ্যে ডিসেম্বর মাস থেকে পুরোদমে শীত শুরু হয়৷ আবহাওয়া দপ্তরের অধিকর্তার আরো জানান ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্যে খানিকটা গরম অনুভূত হতে পারে৷
ডিসেম্বর মাসের ৫/৬ তারিখ রাতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷তাতে অবশ্য শীতকালীন ফসলের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা৷ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে শীতের আমেজ অনুভব করা যাবে বলেও তিনি জানিয়েছে৷শীতের আগমন ঘিরে রাজ্যবাসীর পর্যটকদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো শীতের আগমনে নতুন সাজে সেজে করতে শুরু করেছে৷ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ত্রিপুরা রাজ্যে ব্যাপক সংখ্যক পর্যটনের আগমন ঘটবে বলে আশাবাদী রাজ্যবাসী৷