নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ ত্রিপুরায় সাঙ্গ হল পুর ও নগর সংস্থার নির্বাচন৷ ফলাফলে বিজেপির বিরাট জয়ে বিরোধীরা কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গেছে৷ ত্রিপুরায় রাজনৈতিক ইতিহাসে বিরোধী শিবিরে এত বড় বিপর্যয় অতীতে কখনও দেখেননি রাজ্যবাসী৷ স্বাভাবিক ভাবেই এই ফলাফল ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে শাসকদল বিজেপিকে অনকে রসদ যোগাবে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷ ১১২টি আসনে আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রয়েছে৷ আজ ২২২টি আসনে বিজেপি ২১৭টি আসনে জয় হাসিল করেছে৷ সার্বিক জয়ের হার ৯৮.৫০ শতাংশ৷
আজ তিনটি পুর ও নগর সংস্থা বাদে সবকটিতে বিজেপি ১০০ শতাংশ জয়ী হয়েছে৷ ফলাফলের নিরিখে সিপিএম দ্বিতীয় এবং তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে৷ কংগ্রেস দুই শতাংশে নেমে এসেছে৷
পুর ও নগর সংস্থা নির্বাচনে বিজেপি উদয়পুর, শান্তিরবাজার, মোহনপুর, রানিরবাজার, কমলপুর এবং বিশালগড় পুর ও নগর সংস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷ এছাড়া, খোয়াই ৭-টি আসনে, জিরানিয়ায় ১০টি আসনে, ধর্মনগরে ১-টি আসনে এবং মেলাঘরে ২-টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷ আজ মোট ২২২টি আসনে নির্বাচনের গণনা হয়েছে৷ তাতে বিজেপি ২১৭টি আসনে জয়ী হয়েছে, জয়ের হার ৯৭.৪ শতাংশ৷ সব মিলিয়ে ৩৩৪টি আসনের মধ্যে বিজেপি ৩২৯টি আসনে জয় হাসিল করেছে, জয়ের হার ৯৮.৫০ শতাংশ৷
ফলাফলের সার্বিক বিশ্লেষণ করে দেখা গেছে, একমাত্র আমবাসা পুর পরিষদে বিজেপির তুলনামূলক খারাপ ফলাফল হয়েছে৷ কারণ সেখানে বিজেপি ১৫টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হতে পেরেছে৷ বাকি তিনটি আসনে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং তিপ্রা মথা একটি করে আসনে জয়ী হয়েছে৷ এছাড়া পানিসাগর ও কৈলাসহরে বিজেপি একটি করে আসনে পরাজিত হয়েছে৷ তবে, পুর নিগমে ৫১টি আসনে সবকটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন৷
নির্বাচনী ফলাফলে ভোটের হারে বিজেপি ৫৯.০১ শতাংশ, বামফ্রন্ট ১৯.৬৫ শতাংশ, তৃণমূল কংগ্রেস ১৬.৩৯ শতাংশ, কংগ্রেস ২.০৭ শতাংশ, অন্যান্য ০.১৭ শতাংশ, নির্দল ০.৯৯ শতাংশ এবং নোটা ১.৭২ শতাংশ ভোট পেয়েছে৷ প্রসঙ্গত, ২০১৫ সালে পুর ও নগর সংস্থা নির্বাচনে বামেরা ৯৪ শতাংশ আসনে জয়ী হয়েছিলেন৷ আগরতলা পুর নিগমে ৪৯টি ওয়ার্ডের মধ্যে ৪৫টি ওয়ার্ডে বামেরা জয়ী হয়েছিলেন৷ এছাড়া ১২টি পুর পরিষদ এবং ৬-টি নগর পঞ্চায়েতেও বামেরাই দখল করেছিলেন৷ সব মিলিয়ে ৩১০টি আসনে ২৯১টি আসনে বামফ্রন্ট, ১৩টি আসনে কংগ্রেস এবং ৪টি আসনে বিজেপি জয়লাভ করেছিল৷ কিন্তু এ বছর বামেরা প্রায় ধুলিস্যাত হয়ে গেছেন৷