নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৫ নভেম্বর৷৷ ভালবাসা কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ৷ ঘটনা বিলোনিয়া থানা দিন স্মৃতি মন্দির সংলগ্ণ এলাকায়৷ বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের জগতপুর এলাকার বাসিন্দা চন্দনা ত্রিপুরার পুত্র রাকেশ ত্রিপুরা বিলোনিয়ার বিকে আই সুকলে একাদশ শ্রেণিতে পাঠরত৷ সে বিলোনিয়ার স্মৃতি মন্দির সংলগ্ণ একটি বাড়িতে ভাড়া থাকতো৷
কিন্তু গতকাল থেকেই হঠাৎ করে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়৷ বাড়ি থেকে বার বার ফোন করেও রাকেশকে ফোনে পাওয়া যায়নি৷ এরপর ছেলের সাথে কথা বলার জন্য আজ সকালে জগতপুর থেকে মা চন্দনা ত্রিপুরা ছুটে আসে ছেলের ভাড়াবাড়িতে এবং ভেতর থেকে ঘরের দরজা বন্ধ, হঠাৎ জানালা দিয়ে চোখ দিতেই দেখতে পায় ছেলের নিথর দেহ ঝুলছে৷ এই দৃশ্য দেখে চিৎকার শুরু করে মা চন্দনা ত্রিপুরা৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে৷ তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছেলের বিষয়ে জানালেন সেই দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল হঠাৎ করে ওই মেয়ে অন্য একটি ছেলের সাথে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে রাগে অভিমানে রাকেশ আত্মহত্যার পথ বেছে নেয় বলে সূত্রের খবর৷
কিন্তু এক প্রকার সে দৃশ্য লক্ষ্য করলে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রাকেশ ত্রিপুরার মৃতদেহ খাটের সাথে পা লেগে রয়েছে৷ কিন্তু আসলে এটা কি আত্মহত্যা নাকি অন্য কিছু তা অবশ্যই তদন্তের পরেই বেরিয়ে আসবে৷ বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া হাসপাতালে ময়না তদন্তের পর রাকেশ ত্রিপুরার মৃতদেহ তুলে দেয়া হয় পরিবারের হাতে৷