নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটাররা আজ শান্তিপুর্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ আগরতলা ও মেলাঘরে দুইটি ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে এবং ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷ ত্রিপুরা পুলিশের এআইজিপি আইন-শৃঙ্খলা সুব্রত চক্রবর্তী এই তথ্য দিয়েছেন৷ সাথে তিনি জানিয়েছেন, আগরতলা এবং সোনামুড়ায় ইভিএম ভাংচুরের চেষ্টা হয়েছিল৷ ফলে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ পর্ব বন্ধ ছিল৷ এছাড়া, ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টদের বাধা দান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পুলিশের সময়মতো হস্তক্ষেপে সমাধান হয়েছে৷\
সুব্রত বাবু জানান, আগরতলা, খোয়াই এবং ধর্মনগরে সন্ধ্যার পরও ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে৷ বাকি জায়গায় যথা সময়ে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে এবং ভোট কর্মীরা ইভিএম জমা দেওয়ার জন্য রওয়ানা হয়ে গেছেন৷ তাঁর কথায়, আগরতলা ও মেলাঘরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোন বড় ঘটনার খবর পাওয়া যায়নি৷ এক্ষেত্রে ভোটাররা শান্তিপুর্ন পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করেছেন৷
তিনি বলেন, আগরতলায় সকাল ৮টা নাগাদ এনসিসি থানাধীন আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যালয়ে তৃণমূলের পোলিং এজেন্টকে বিজেপি কর্মীরা মারধর করেছেন৷ ওই ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এবং দুইজনকে পুলিশ আটক করেছে৷ সাথে তিনি যোগ করেন, আজ সকালে ১১টা নাগাদ মেলাঘরে ৪ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী প্রহৃত হয়েছেন বলে অভিযোগ করেছেন৷ ওই ঘটনায় ভারতীয় দন্ডবিধি ৩২৫ এবং ৩৪ ধারায় ৫ জন সহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তদন্ত শুরু হয়েছে৷
তিনি আরও জানান, এনসিসি থানাধীন পুর নিগমের ৮ নম্বর ওয়ার্ডে ৯ নম্বর বুথে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতে ৫ নম্বর ওয়ার্ডে এনসিআই সুকলে কিছু দুসৃকতিকারী ইভিএম ভাংচুরের চেষ্টা করেছিলেন৷ তাতে ভোটগ্রহণ প্রক্রিয়া কিছু সময়ের জন্য স্থগিত ছিল৷ তাঁর দাবি, স্থানীয় প্রশাসনের সময়মতো হস্তক্ষেপে ভোটগ্রহণ প্রক্রিয়া পুণরায় চালু করা সম্ভব হয়েছে৷