Vote : কঠোর নিরাপত্তায় আজ গণদেবতার রায়, কমিশন ও পুলিশ আশ্বস্থ করল ভোটরদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ শান্তিরবাজার/ বিলোনীয়া/ তেলিয়ামুড়া/ পানিসাগর, ২৪ নভেম্বর৷৷ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার গণদেবতার রায়৷ রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে৷ ইতিমধ্যেই বুথগুলিকে এ এবং বি ক্যাটাগরিতে শ্রেণীবিভক্ত করে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে৷
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা৷ ত্রিপুরায় ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পুর ও নগর সংস্থা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে৷ চলবে বিকেল চারটা পর্যন্ত৷ সে মোতাবেক আজ সমস্ত ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন৷ সাথে নিরাপত্তা কর্মীরাও রয়েছেন৷ রাজ্যের মোট ১৩টি নগর ও পুর সংস্থায় ভোট গ্রহণ করা হবে৷ মোট ভোটার রয়েছেন ৫ লক্ষ ১ হাজার ৭৩২ জন৷


এ-বিষয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন, পুর নিগমে ৫১টি ওয়ার্ডে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাঁর কথায়, পুর নিগমে ৪৩৯টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ কমিশনের নির্দেশিকা মোতাবেক ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়ে গেছেন৷
তিনি বলেন, নিগম ভোটে প্রায় ২১৯৫ জন ভোট কর্মী নিয়োজিত রয়েছেন৷ তাঁরা গত দুই দিন ধরে ভোট সামগ্রী পর্যবেক্ষণ করেছেন৷ আজ নিরাপত্তা কর্মীদের সাথে ভোট গ্রহণ কেন্দ্রে গেছেন৷
এদিকে, পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ নির্ভয়ে ভোটারদের ভোটদানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে পুলিশ সমস্ত আয়োজন করেছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, টিএসআর এবং পুলিশ কর্মী ভোটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন৷ ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন টিএসআর জওয়ান ও পুলিশ কর্মী৷


৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির উদ্দ্যোগে শান্তির বাজার পুর পরিষদের ৫ নং ওয়ার্ডে অনুষ্ঠীত হয় জন আশির্বাদ রেলি৷ পুর পরিষদ নির্বাচনে শান্তির বাজার পুর পরিষদে বিজেপির প্রতিদন্দী নাথাকার কারনে শান্তির বাজার পুর এলাকায় বিনাপ্রতিদন্দীতায় জয়লাভ করলো বিজেপি মনোনিত প্রার্থীরা৷ শান্তির বাজার পুর পরিষদের ৫ নং ওয়ার্ডে বিজেপি মনোনিত প্রার্থী রাজীব চক্রবর্তীকে পরিচিত জন্য বুধবার ৫ নং ওয়ার্ডে জন আশির্বাদ রেলি সংগঠীত করাহয়৷ রাজীব চক্রবর্তী কাউন্সিলারের পদে শপথগ্রহনের পূর্বেই সামাজিক কর্মসূচী হাতে নিয়েছেন৷ এরইমধ্যে আজ উনার উদ্দ্যোগে এলাকার গড়ীব দুস্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরন করাহয়৷ শান্তির বাজার পুর পরিষদের ৫ নং ওয়ার্ডে দীর্ঘদিনের লড়াকু সৈনিক রাজীব চক্রবর্তীকে কাছে পেয়ে এলাকাবাসীরা খোবই খুশি৷ রাজীব চক্রবর্তী ভোটে দারানোর আগেও শান্তির বাজার মহকুমার বিভিন্ন লোকজনদের সাহায্যের হাত বাড়ীয়ে দিয়েছে৷ এরমধ্যে বিশেষভাবে রয়েছে মুমুর্ষ রুগিদের সাহায্যের হাত বাড়ীয়েদেওয়া৷ রাজীব চক্রবর্তী নিজের সময়ের দিকে নজর নাদিয়ে মুমুর্ষ রুগিদের স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন পরিষেবা পাইয়েদিতে প্রচেষ্টাচালিয়ে যেতো৷ এইধরনের মহান ব্যক্তিকে কাউন্সিলার হিসাবে পেয়ে শান্তির বাজারের লোকজন খোবই গর্বিত৷ এখন সকলে আশাবাদী রাজীব চক্রবর্তী শপথগ্রহনর পর ৫ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজকরবে৷ আজকের এই জন আশির্বাদ যাত্রা ও কম্বল বিতরনি অনুষ্ঠানে রাজীব চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির রাজ্যকমিটির সহ সভাপতি তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা৷


২৪ নভেম্বর , আগামীকাল পৌরসভা নির্বাচন উপলক্ষে বিলোনিয়া বি কে আই ময়দান থেকে বিলোনিয়া পৌরসভার ১৭ ওয়ার্ডে এ মোট ১৮ টি পোলিং স্টেশন,প্রতিটি পোলিং স্টেশনের জন্য ভোট কর্মীরা তাদের ভোটদানের সামগ্রী, ইভিএম মেশিন নিয়ে প্রতিটি বুথের উদ্দেশ্যে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সহ রওনা দিয়েছেন৷ এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক মানিক লাল দাস৷ আঠারোটি পোলিং স্টেশনের মধ্যে ১৫ টি পোলিং স্টেশন স্পর্শ কাতর , প্রতিটি পোলিং স্টেশনের জন্য পুলিশ এবং আধা সামরিক বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা এবং অতিরিক্ত পুলিশ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা৷


তেলিয়ামুড়া পুরো পরিষদের ১৫ টি ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন৷ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ টি ওয়ার্ডের ২৪টি পোলিং স্টেশনের জন্য ভোট সামগ্রী সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হলো বুধবার সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে৷ এদিন ভোট কর্মীরা ভোটিং মেশিন সহ ভোটের সামগ্রী মহকুমা শাসকের কার্যালয় থেকে সংগ্রহ করে ভোট সেন্টারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা রির্টানিং অফিসার জানান, পুর পরিষদের ১৫ টি ওয়ার্ডের জন্য পোলিং স্টেশন রয়েছে ২৪ টি৷ প্রতিটি পোলিং স্টেশনের জন্য প্রিসাইডিং অফিসার থাকবে৷ এছাড়া পোলিং স্টেশন গুলির জন্য তিন পর্যায়ে পোলিং অফিসার মোতায়েন থাকবে৷ তিনি জানান, তেলিয়ামুড়া পুর পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫,৯২৫ জন৷ এছাড়াও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পর্যাপ্তভাবে নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানান, প্রতিটি পোলিং স্টেশনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে৷ এছাড়াও সেক্টর অফিসার’’রা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিয়ে টহলদারি করবে৷তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন৷


উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েতের ভোট কেন্দ্র গুলিতে ইভিএম মেশিন নিয়ে ভোট কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন৷ কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ উত্তর জেলার ধর্মনগর পুর পরিষদের পঁচিশটি ওয়ার্ডের মধ্যে চবিবশটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে৷ চবিবশটি ওয়ার্ডের জন্য ভোট গ্রহন কেন্দ্র করা হয়েছে চুয়াল্লিশটি৷ বধুবার সকাল থেকেই ভোট কর্মীরা ইভিএম নিয়ে ভোট সেন্টার গুলির উদ্দেশ্য রওনা দেন৷ নির্বাচন যাতে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে৷উওর জেলার পুলিশ সুপার ভানুনদ চক্রবর্তী জানান,প্রতিটি বুথ সেন্টারে চারজন করে নিরাপত্তা কর্মী মোতায়ন করা থাকবে৷ এছাড়াও বুথ সেন্টারের বাইরেও পুলিশ টিএসআর মোতায়ন থাকবে৷ তিনি জানান,বৃহস্পতিবার ভোটের দিন ভোট সেন্টার গুলি ছাড়াও পুলিশ মোবাইলে থাকবে সমগ্র শহর জুরে৷ থাকবে ফুট পেট্রলিং৷ বুধবার শহরের বিভিন্ন যানবাহন গুলিতে তল্লাশি চালোনো হয়৷ ধর্মনগর পুর পরিষদ নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার জন্য ধর্মনগর শহরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ পানিসাগর নগর পঞ্চায়েতের তেরোটি আসনের ভোট গ্রহণের জন্য তেরোটি ভোট গ্রহণ কেন্দ্রে ইতিমধ্যে ইভিএম নিয়ে ভোট কর্মীরা পৌঁছে গেছেন৷ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *