মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত সন্তোষ বাবু, বীর যোদ্ধাদের সম্মানিত করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুকে মরণোত্তর মহাবীর চক্র সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে মহাবীর চক্র পুরস্কার গ্রহণ করেছেন তেলেঙ্গানার বাসিন্দা সন্তোষ বাবুর মা ও স্ত্রী। গত বছর ১৫ জুন গালওয়ানে ৩০ জন নিরস্ত ভারতীয় সেনাকে নিয়ে পরিস্থিতি সরজমিনে দেখতে যান সন্তোষ বাবু। সেখানে তাঁদের উপর হামলা চালায় চিনা ফৌজ। বীরত্বের সঙ্গে লড়াই করে মৃত্যু বরণ করেন সন্তোষ বাবু।
এই মহাবীর চক্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার। শুধু তাঁকেই নয়, মরণোত্তর বীরচক্র সম্মানে সম্মানিত করা হয়েছে নায়েব সুবেদার নুদুরাম সোরেনকে। মরণোত্তর বীরচক্র সম্মানে সম্মানিত করা হয়েছে হাবিলদার কে পালানি, হাবিলদার তেজিন্দর সিং, নায়েক দীপক সিং এবং সেপাই গুরতেজ সিংকেও।

মরণোত্তর কীর্তি চক্র সম্মানে সম্মানিত হয়েছেন ৪ প্যারা স্পেশাল ফোর্সের সুবেদার সঞ্জীব কুমার। রাষ্ট্রপতির কাছ থেকে পরম বিশিষ্ট সেবা পদক গ্রহণ করেছেন ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বিবেক আর চৌধুরী। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।