নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ত্রিপুরায় নির্বাচনী জনসভায় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে মামলায় জড়াচ্ছেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম৷ গত শনিবার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় অনুষ্ঠিত এক জনসভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এখানে (ত্রিপুরা) আমাকে একটা মারলে ওখানে (পশ্চিমবঙ্গে) পাঁচটা মারব৷ তাঁর ওই বক্তব্যের জেরে জনৈক সোহেল রাণা সোনামুড়া থানায় এফআইআর করেছেন৷ পুলিশ সূত্রের খবর, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে আদালতের মঞ্জুর মিলেছে৷
ওইদিন ফিরহাদ হাকিম বিজেপিকে তোপ দেগে বলেছিলেন, এখানে তৃণমূল- কর্মীদের মারধর করা হচ্ছে৷ তাঁদের মেরে হাসপাতালে পাঠানো হচ্ছে৷ আমাদেরও জবাব দিতে পাঁচ মিনিট লাগবে৷ তিনি বিদ্রুপের সুরে বলেন, বিপ্লব দেব হচ্ছেন কুয়োর ব্যাঙ৷ তিনি ভাবেন কুয়োটাই পৃথিবী৷ এর পরই ফিরহাদ হাকিম ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাকে এখানে একটা মারলে ওখানে আমরা পাঁচটা মারব৷
জনসভায় এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে বিজেপি৷ বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ক্ষোভ উগড়ে বলেন, বাংলার সংসৃকতি নষ্ট হয়ে যাচ্ছে৷ তার জন্য তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ দায়ী৷ কারণ, শালীনতা ভুলে একজন মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন, সেই সংসৃকতির সাথে ত্রিপুরাবাসী পরিচিত নন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূলের সমস্ত নেতা-মন্ত্রী অসভ্যতা শুরু করেছেন৷ ভোটের বাক্সে গণদেবতাদের রায়ে তার প্রতিফলন দেখা যাবে৷
এদিকে, নির্বাচনী জনসভায় উস্কানিমূলক বক্তব্যের অপরাধে জনৈক সোহেল রাণা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন৷ এফআইআর পেয়ে সোনামুড়া থানার পুলিশ আদালতে মামলা নথিভুক্ত করার জন্য অনুমতি চেয়েছিল৷ আদালত অনুমতি দিয়েছে, পুলিশ সূত্রে এমনটাই খবর৷ এখন পুলিশ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেবে৷