Dengue : গোমতী জেলায় ২৪৫ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা২১ নভেম্বর৷৷ গোমতী জেলায় ২৪৫ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে৷ তার মধ্যে কিল্লাতে ১৫৪ জন, অম্পিতে ১৫ জনের শরীরে ডেঙ্গু পাওয়া যায়৷ এ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার গোমতী জেলার জিলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ৷এটি একটি আর এন এ ভাইরাস৷


ডেঙ্গু করোণা ভাইরাসের মতো৷ ডেঙ্গু ভাইরাস এর প্রাথমিক ধারক এডিস মশা৷ ডেঙ্গু ভাইরাস মানুষ থেকে মানুষের দেহ ছড়ায় মশার মাধ্যমে৷মশা এই রোগের একমাএ বাহক৷ ডেঙ্গু ভাইরাস যে বিশেষ মশার মাধ্যমে ছড়ায় তার নাম এডিস মশা৷ এই ডেঙ্গু নিয়ে সোমবার উদয়পুর গোমতী জেলার জিলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷আলোচনা সভায় গোমতী জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ নিরু মোহন জমাতিয়া বলেন ,এখন পর্যন্ত ১০৬৩ জনের রক্তের পরীক্ষা করা হয়৷ এর মধ্যে ২৪৫ জনের শরীরে ডেঙ্গু পাওয়া যায় বলে জানান গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিরু মোহন জমাতিয়া৷ তার মধ্যে কিল্লাতে ১৫৪ জন, অম্পিতে ১৫ জনের শরীরে ডেঙ্গু পাওয়া যায়৷এখনো বেশ কয়েক জন ডেঙ্গু রোগে গোমতী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন৷সবাইকে এ বিষয়ে সতর্ক হবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে৷ ডেঙ্গু মোকাবেলায় শুধু গোমতী জেলাতেই নয়, সিপাহীজলা জেলা সহ অন্যান্য জায়গাতেও জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *