বিলোনানিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২২ নভেম্বর৷৷ সোমবার সকালে বিলোনিয়া মহকুমার বড়পাথরী এলাকায় নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ৷ অগ্ণিদগ্দা গৃহবধূর নাম রুমা পাল৷ ষোল বছরের একপুত্র ও চৌদ্দ বছরের এক কন্যা সন্তানের জননী৷ শ্বশুর বাড়ি গৌরাঙ্গ বাজার এলাকায়৷
মানসিক অবসাদের জেরে এই ঘটনা বলে জানান গৃহবধূর রুমার মা৷ এছাড়া রুমার মা আরো জানান সকালে ঘুম থেকে উঠে , বাড়ির কাজ সেরে৷ নিকট আত্মীয়র বাড়িতে যাওয়ার নাম করে সবার নজর এড়িয়ে , গৃহবধূ রুমা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ বাথরুম থেকে ধোঁয়া উঠতে দেখেই রুমার মা ভাই সহ দৌড়ে গিয়ে , আগুন নিভিয়ে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ গৃহবধূর রুমার অবস্থা গুরুতর হওয়াতে বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেয়৷