নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিরা হলেন অভি’৷ বর্তমান প্রজন্ম তাদের সংস্পর্শে যতবেশি আসবে, পরামর্শ গ্রহণ করবে ততই সমাজ তথা রাজ্য উপক’ত হবে৷ সরকারি কর্মচারিদের নিষ্ঠা ও অবসরপ্রাপ্ত কর্মচারিদের পরামর্শ ছাড়া রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নজরুল কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচারম’ আয়োজিত বনমালীপুরের কর্মচারী ও পেনশনার্সদের এক মিলনসভায় একথা বলেন৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথ ধরে এ রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলেছে৷ প্রধানমন্ত্রী এই রাজ্যের উন্নয়নে আন্তরিক৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কর্মচারিগণ দীর্ঘদিন ধরে প্রমোশনের সুুযোগ থেকে বি’ত হচ্ছিলেন৷ সরকার এডহক প্রমোশনের মাধ্যমে ব’নার অবসান ঘটিয়েছে৷ বিগত সরকার এই বিষয়ে সদর্থক কোন ভূমিকা নেয়নি৷
বর্তমান রাজ্য সরকার এক নতুন দিশায় রাজ্যের সার্বিক উন্নয়নে ও জনকল্যাণে কাজ করছে৷ সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই নীতিতে এগিয়ে চলেছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ বিচারমে’র সভাপতি তথা ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভ-াচার্য৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও বিবেকানন্দ বিচারমে’র সাধারণ সম্পাদক তপন দাস৷

