দৈনিক সংক্ৰমণ ওঠা-নামা করছে ভারতে, মৃত্যু কমে গেল অনেকটাই

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): ভারতে ওঠা-নামা করছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় অনেকটাই কমে গেল মৃত্যুর সংখ্যা। শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,৭৮৭ জন, ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,২৪,৮৬৮-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ১,৭৫২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১০,৩০২ জন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৫,১০,২২৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৬ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৫১ লক্ষ ৫৯ হাজার ৯৩১ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,১৫,৭৯,৬৯,২৭৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৬৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৫,৩৪৯ জন (১.৩৫ শতাংশ)। ভারতে সুস্থতার স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,৭৮৭ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৯,০৯,৭০৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *