নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ পুর ও নগর নির্বাচনের উত্তাপের মাঝে ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন এনএলএফটি(বিএম) গোষ্ঠির দুই জন সক্রিয় সদস্যকে আজ পুলিশ গ্রেফতার করেছে৷ ধলাই জেলায় গন্ডাছড়া থেকে সঞ্জয় ত্রিপুরা(৩০) অখিন্দ্র দেববর্মা(৩১)-কে পুলিশ গ্রেফতার করেছে৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও দুইজনকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে৷ রইসাবাড়ি থেকে বইল্যা জমাতিয়া(২৮) এবং রবি কুমার ত্রিপুরা(৪৫)-কে পুলিশ গ্রেফতার করেছে৷ আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করবে পুলিশ৷
ত্রিপুরা পুলিশের আইজিপি আইন-শৃঙ্খলা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ আজ সুনির্দিষ্ট অভিযান চালিয়ে উগ্রপন্থী সংগঠন এনএলএফটি(বিএম) গোষ্ঠির দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে ধলাই জেলায় সালেমা, কচুছড়া, কমলপুর, গন্ডাছড়া এবং রইসাবাড়ি এলাকা থেকে চাঁদা সংগ্রহের অভিযোগ রয়েছে৷ চলতি বছরের জুলাই থেকে তাঁরা চাঁদা সংগ্রহের কাজে যুক্ত রয়েছে৷
তিনি জানান, ওই দুই বৈরী সদস্যের কাছ থেকে দুইটি স্মার্টফোন এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওই কাজে যুক্ত আরও দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ তিনি বলেন, রইসাবাড়ি থানায় দায়ের মামলায় ওই চারজনকে আগামীকাল আদালতে সোপর্দ করবে পুলিশ৷ নির্বাচনী মুহুর্তে উগ্রপন্থী গ্রেফতারের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷