নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ নভেম্বর৷৷ অন্তঃসত্ত্বা গৃহবধূ সুপ্রিয়ার মৃত্যুর ঘটনার, সাথে জড়িত অভিযুক্ত অলক শীল শর্মা ও গোপাল শীল শর্মাকে সংবাদের জেরে গতকাল রাতে আটক করলো পুলিশ৷ বৃহস্পতিবার রাতে বিলোনিয়া আর্য সমাজ এলাকা থেকে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে৷শুক্রবার সকালে অঞ্জু শীল শর্মা নামে আরেক অভিযুক্তা বিলোনিয়া মহিলা থানাতে এসে আত্মসমর্পণ করে৷ এই তিনজনকেই বিলোনিয়া হাসপাতালে আজ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার পর বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে তোলা হয় পুলিশ রিমান্ড চেয়ে৷
অলক শীল শর্মা হলো মৃতাঃ সুপ্রিয়ার স্বামী৷ গোপাল শীল শর্মা ও অঞ্জু শীল শর্মা হলো অলকের মা বাবা তথা সুপ্রিয়ার শ্বশুর,শাশুড়ি৷স্বামীর বাড়ির লোকজনরা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইলেও সুপ্রিয়াকে হত্যার অভিযোগ তুলে মৃতা সুপ্রিয়ার বাপের বাড়ির লোকজনেরা স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে গত সোমবার রাতে৷ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার মামলা নিয়ে , গ্রেপ্তারের দাবিতে সেদিন বিলোনিয়া মহিলা থানার সামনে উত্তেজনা যেমন দেখা দিয়েছিল তেমনি হাসপাতাল চত্বরেও দেখা যায় উত্তেজনা৷
অবশেষে পুলিশ বাধ্য হয়ে হত্যার অভিযোগের মামলা হাতে নিয়ে গতকাল রাতে আটক করে দুই অভিযুক্ত সুপ্রিয়ার স্বামী অলক শীল শর্মা ও শ্বশুর গোপাল শীল শর্মাকে৷ অপরদিকে শ্বাশুড়ি অঞ্জু শীল শর্মা আত্মসমর্পণ করে বিলোনিয়া মহিলা থানার পুলিশের কাছে৷ উল্লেখ্য সুপ্রিয়ার মৃত্যুর ঘটনাটি ঘটেছিল বিলোনিয়া মতাই চালতাখলা এলাকায়৷ পুলিশ মৃতার বাপের বাড়ির দায়েকৃত মামলা অনুসারে ৩০৪(বি)/৩৪আই.পিসি ধারায় মামলা নেয় বিলোনিয়া মহিলা থানার পুলিশ৷ মহিলা থানাতে যার মামলা নম্বর ১৭/২১৷আদালত বার দিনের জেল হেপাজত দেয় তাদের৷আগামী ১ -১২ – ২১ তারিখ আদালতে ফের তোলা হবে৷