নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর৷৷ আসন্ন পৌর পরিষদের নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছে কোনো রাজনৈতিক দলই বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ৷ বুধবার রাত্রি নাগাদ তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসে নির্বাচনী প্রচার কে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ তৈরি হয় এর ফলে উত্তপ্ত হয়ে ওঠে তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৩ নং এবং ১৪ নং ওয়ার্ড৷
এই সংঘর্ষের ফলে এক প্রকার অগ্ণিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ৷ এর ফলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দলের উভয় পক্ষের কর্মী-সমর্থকদের এ হামলায় কর্মী-সমর্থকরা এরই পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে ৷ এ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য তেলিয়ামুড়া মহকুমা শাসকের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয় ওই এলাকাগুলোতে৷ ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া অম্পি চৌমনী এলাকায় তেলিয়ামুড়া বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷
এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য-সংসৃকতি দপ্তরের মন্ত্রী তথা যুবনেতা সুশান্ত চৌধুরী তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রভারি তথা সাংসদ বিনোদ সুনকর খোয়াই জেলা বিজেপি সভাপতি পিনাকি দাস চৌধুরী বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্তমান তৃণমূল কংগ্রেসর সমালোচনায় মুখর ছিলেন৷ তার সঙ্গে গতকাল রাতের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তীব্র প্রতিবাদ জানান এবং আগামী দিনে সকল বিজেপি কার্যকর্তাদের ঐক্যবদ্ধ ভাবে এসব গঠন প্রতিরোধ করার জন্য আহববান রাখেন৷ তৎসঙ্গে আগামী পৌর পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন এই সবাই কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷