কলকাতা, ১৯ নভেম্বর (হি . স.) : টুইটে গুরুমুখী হরফে গুরু নানককে শ্রদ্ধা জানালেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
গুরুদ্বারে প্রার্থনার চারটি ছবি-সহ তিনি টুইটে লিখেছেন, “শ্রী গুরু প্রকাশ পর্বের (গুরু নানকের জন্মবার্ষিকী) ভক্তি উপলক্ষে, আমার শ্রদ্ধা জানাতে দমদম গুরুদ্বারে গিয়েছিলাম।“
অপর টুইটে স্বর্ণমন্দিরকে প্রেক্ষাপটে রাখা গুরু নানকের ছবি-সহ টুইটে লিখেছেন, “গুরু নানকের ৫৫২ তম জন্মজয়ন্তী তথা গুরু পরবের শুভেচ্ছা জানাই সকলকে।“ “যাঁর নিজের উপরে কোনও বিশ্বাস নেই, তিনি ভগবানকে কী করে বিশ্বাস করবেন!” গুরু নানকের এই উক্তিও যুক্ত করেছেন এর সঙ্গে।