নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ নভেম্বর৷৷গোপন সংবাদের ভিতিতে ধর্মনগর থানার পুলিশ এক কুখ্যাত চোর সহ চুড়ি যাওয়া স্বর্নালংকার উদ্ধার করতে সক্ষম৷আটক চোর কলেজ ছাত্র পরিচয় দিয়ে ধর্মনগর শহরে ভাড়া ঘরে থেকে চুরি করতো৷ঘটনার বিবরনে জানা যায়,গত কয়েক মাস যাবত উত্তর জেলার ধর্মনগর শহর এলাকাতে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়৷ চোরের দল শহরের বাড়ি ঘরে হানা দিয়ে গৃহস্থের নগদ অর্থ সহ মুল্যবান স্বর্নালংকার চুরি করে পালিয়ে যাচ্ছে৷ তাছাড়া কালি পূজোর রাতে উত্তর নয়াপাড়ার শৈলেন চন্দ্র পালের বাড়িতে সাফাই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে স্বর্নালংকার নিয়ে যায় চোরের দল৷গৃহস্থ শৈলেন চন্দ্র পাল ধর্মনগর থানায় লিখিত আকারে একটি চুরির মামলা দায়ের করেন৷
শহর এলাকাতে দিন দিন চুরির ঘটনা ঘটলেও ধর্মনগর থানা একটি চুরির ঘটনাও কিনারা করতে পারেনি৷ পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ চোর ধরার জন্য বিশেষ একটি টিম গঠন করে৷ আর বিশেষ টিম গঠন করার পরেই পুলিশ এর সাফল্য আসে৷ উক্ত থানার পুলিশ জানায়,ধর্মনগর শহরের মান্ডপ পাড়ার লিঙ্ক রোড এলাকাতে একটি ছেলে কলেজ ছাত্র হিসাবে দীর্ঘ দিন যাবত ভাড়া থাকতো৷ কিন্তু তার চলাফেরা ছিল সন্দেহ জনক৷ পুলিশ তার উপর নজরদারি চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে৷ তারপর তার ঘর থেকে চুরি যাওয়া প্রচুর স্বর্নালংকার উদ্ধার করে পুলিশ৷ উদ্ধারকৃত স্বর্নালংকার গুলি গৃহস্থ শৈলেন চন্দ্র পালের বলে জানা গেছে৷ পাশাপাশি পুলিশ জানায়,ছাত্র বেশী চোরের নাম জনার্দন চাকমা(২২)৷তার বাড়ি কাঞ্চনপুরের দুপাট্টা ছড়া এলাকায়৷ ধর্মনগর থানার পুলিশ ধৃত চোরকে আটক করে ভারতীয় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা হাতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ধৃত চোরের সাথে এসকল চুরিকান্ডে কার কার যোগসূত্র রয়েছে তাও খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ৷ পুলিশ আরো জানায়, আগামীকাল ধৃত চোর জনার্দন চাকমাকে জেলা আদালতে সোপর্দ করা হবে৷

