ধোঁয়াশা কাটছেই না, দিল্লির বাতাস এখনও দূষণের কবলে

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাসে এখনও কোনও উন্নতি নেই। বরং আরও দূষণের কবলে চলে যাচ্ছে রাজধানী বাতাস। মঙ্গলবারও দিল্লির বাতাসের গুণগত মান ছিল ‘ভীষণ খারাপ’। দিল্লির বাতাসে একদিন গুণগত মান ছিল ৩৯৬। শুধুমাত্র দিল্লি নয়, এদিন সকালে সংলগ্ন উত্তর প্রদেশের গাজিয়াবাদে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৪৯, গ্রেটার নয়ডায় ৩৫৯, গুরুগ্রামে ৩৬৩ এবং নয়ডায় ৩৮২।

গত কয়েকদিনের মতো এদিন সকালেও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দ্বারকা সেক্টর-৮, পটপরগঞ্জ, আলিপুর, শাদিপুর, পঞ্জাবি বাগ প্রভৃতি এলাকা। দিল্লিবাসী এখন শুধুমাত্র দূষণ থেকে পরিত্রাণ চাইছে। ধোঁয়াশা ও দূষণ এতটাই বেশি রয়েছে যে শ্বাসকষ্ট অনুভব করেছেন অনেকেই। দৃশ্যমানতার অভাবের জন্য যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে।