নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (ক্যাগ)-কে ঐতিহ্য আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ক্যাগ-কে প্রতিটি প্রজন্মের আগলে রাখা উচিত বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। প্রথম অডিট দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ক্যাগ অফিসে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ক্যাগ অফিসে সর্দার বল্লবভাই প্যাটেলের একটি মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
প্রথম অডিট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “খুব কম প্রতিষ্ঠানই রয়েছে যে গুলি সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী, আরও পরিপক্ক এবং প্রাসঙ্গিক হয়ে ওঠে। বেশিরভাগ প্রতিষ্ঠান কয়েক দশক পরে প্রাসঙ্গিকতা হারিয়েছে। কিন্তু ক্যাগ একটি ঐতিহ্য এবং প্রতিটি প্রজন্মের তা আগলে রাখা উচিত। এটি একটি বিশাল দায়িত্ব।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “একটা সময় ছিল যখন অডিটকে সন্দেহ ও ভীতির নজরে দেখা হত। ক্যাগ বনাম সরকার আমাদের সিস্টেমের সাধারণ মানসিকতা হয়ে উঠেছে। কখনও কখনও আধিকারিকরা মনে করতেন ক্যাগ সব কিছুর দোষ দেখে। কিন্তু সেই মানসিকতা বদলে গেছে। এখন অডিট মূল্য সংযোজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয়।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সরকারের কাজের মূল্যায়নের ক্ষেত্রে ক্যাগের একটি বহিরাগত দৃষ্টিভঙ্গির সুবিধা রয়েছে। আপনারা আমাদের যা বলেন, তার মাধ্যমে আমরা পদ্ধতিগত উন্নতি করি। আমরা তা সহযোগিতা হিসাবে দেখি।” প্রথম অডিট দিবসে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমরা অব্যবহৃত এবং কম-ব্যবহৃত উপাদান নগদীকরণের সাহসী সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তগুলির ফলস্বরূপ আমরা পুনরুজ্জীবিত অর্থনীতি পেয়েছি, যা বিশ্বজুড়ে আলোচিত এবং স্বাগত জানিয়েছে।”

