বিহারে সিলিন্ডার বোঝাই ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৬, আহত ৫ জন

পাটনা, ১৬ নভেম্বর (হি.স.): বিহারের জামুইয়ে এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জামুইয়ের পিপরা গ্রামের কাছে। হতাহতরা পাটনায় অন্ত্যেষ্টিক্রিয়ার পর বাড়ি ফিরছিলেন। মৃতরা সকলেই একই পরিবারের সদস্য।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে জামুইয়ের পিপরা গ্রামের কাছে,

সিকান্দ্রা-শেখপুর সড়কে একটি গাড়ি ও এলপিজি সিলিন্ডার ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।