Cooperative movement for the economic development : গ্রামের অর্থনৈতিক বিকাশে সমবায় আন্দোলনে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ সমবায় ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী দিক উন্মোচনের মধ্যদিয়ে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ রাজ্যে এখন বিভিন্ন সুুযোগ সুুবিধা সম্পসারণের ফলে সমবায় সংস্থা ও স্বসহায়ক দলগুলির কাজে গতি এসেছে৷ আজ আগরতলা টাউন হলে ৬৮ তম রাজ্যভিত্তিক অখিল ভারত সমাবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ এবারের সমবায় সপ্তাহের মূল ভাবনা হচ্ছে ’সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি’৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমবায় সপ্তাহ উপলক্ষে মরণিকা ও বার্ষিক ক্যালেণ্ডারের অনুষ্ঠানিক উন্মোচন করেন৷ অনুষ্ঠানে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব ও সমবায় নিয়ামক দিলীপ কুমার চাকমা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ ইজ অব ডুইং বিজনেসকে সরকার গুরুত্ব দিচ্ছে৷ সমবায় সংস্থা ও স্বসহায়ক দলগুলির সদস্যরা নিজেরা যেমন আত্মনির্ভর হচ্ছেন তেমনি অন্যদেরও স্বনির্ভর করে তুলছেন৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, স্বসহায়ক ও সমবায় সমিতিগুলির উৎপাদিত সমগ্রীর বাজারজাত করা ও অনলাইনে বিপণনের উদ্যোগ নিয়েছে সরকার৷ এর ফলে গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে৷ রাজ্যে তৈরী হয়েছে স্বনির্ভর মানসিকতা৷ তিনি বলেন গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশকে এগিয়ে নিয়ে যেতে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ স্বসহায়ক দলগুলির পাশাপাশি সমবায় ক্ষেত্রের বিকাশেও সরকার অগ্রাধিকার দিয়েছে৷ মুখ্যমন্ত্রী সমবায় সমিতির ও স্বসহায়ক দলগুলির উৎপাদিত পণ্যসামগ্রীর গুণগত মান বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন৷
অনুষ্ঠানে সমবায় দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা বলেন, আগামী দুবছরে ৩,৫০০ নতুন কো-অপারেটিভ সংস্থা তালিকাভূক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে প্যা’, ল্যাম্পস ও সমবায় সমিতিগুলির পর্যালোচনা ও সমস্যার সমাধানসূত্র নির্ণয় করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *