স্বল্প সময়েই দেশের জন্য ইতিহার রচনা করেছিলেন ভগবান বিরসা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই দেশের জন্য সম্পূর্ণ ইতিহার রচনা করেছিলেন ভগবান বিরসা মুন্ডা, ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে দিকনির্দেশনা দিয়েছেন তিনি। দেশ ও সমাজের জন্য নিবেদিত ছিল তাঁর প্রাণ। জন-আন্দোলনের নেতা ও স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার স্মৃতিতে সোমবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মিউজিয়ামের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরসা মুন্ডাকে স্মরণ করে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “স্বাধীনতার অমৃতকালে দেশ সিদ্ধান্ত নিয়েছে, ভারতের জনজাতীয় ঐতিহ্য এবং তাঁদের বীরত্বের কাহিনীকে আরও বড় পরিচয় দেওয়া হবে। সেই লক্ষ্যে ১৫ নভেম্বর ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী দিনটি ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে পালনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “ভগবান বিরসা মুন্ডা স্মৃতি উদ্যান-সহ স্বাধীনতা সংগ্রাম মিউজিয়ামের জন্য সমগ্র দেশের আদিবাসী সমাজ, ভারতের প্রতিটি নাগরিককে অভিনন্দন জানাচ্ছি। এই মিউজিয়াম স্বাধীনতা সংগ্রামে জনজাতীয় বীরদের অবদান, বৈচিত্র্যে ভরপুর জনজাতীয় সংস্কৃতির একটি জীবন্ত স্থাপনা হয়ে উঠবে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সমাজের জন্য বলিদান দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা, নিজস্ব সংস্কৃতি ও দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। আর তাই এখনও আমাদের আস্থা, আমাদের ভাবনায় ভগবানের রূপে বিরাজমান রয়েছেন তিনি।” প্রধানমন্ত্রীর কথায়, “অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই দেশের জন্য সম্পূর্ণ ইতিহার রচনা করেছিলেন ভগবান বিরসা, ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে দিকনির্দেশনা দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *