নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। রাজ্যে একের পর এক রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গতকাল আগরতলার মলয় নগরে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই ধর্মনগরে আরো এক যুবকএর রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
আবারও ধর্মনগর ঢুপিরবন এলাকায় রেলে কাটা পরে মৃত্যু।শনিবার দুপুর নাগাদ শিলচর- আগরতলাগামী যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে মৃত্যু হল এক যুবকের । যুবকের নাম রাজু দেবনাথ ।বাড়ি ধর্মনগর থানাধীন পদ্মপুর এলাকায় । ঘটনাটি সংঘটিত হয়েছে কৃষ্ণপুর ডুপিরবন্ধ এলাকার ৪ নং ওয়ার্ড এলাকায় । স্থানীয় লোকজনরা রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এটি আত্মহত্যা নাকি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবশ্য এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারেননি।পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।