ভোপাল, ১৩ নভেম্বর (হি.স.): নাম বদলে ফেলা হল মধ্যপ্রদেশের ভোপালের হবিবগঞ্জ রেল স্টেশনের। হবিবগঞ্জ রেল স্টেশনের নতুন নাম রাখা হচ্ছে জনজাতীয় রানি, রানি কমলাপতি। আগামী ১৫ নভেম্বর নতুনভাবে সেজে ওঠা এই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্নির্মাণে খরচ পড়েছে প্রায় ১০০ কোটি টাকা। বেশ কিছু সময় ধরে এই স্টেশনের নাম বদলের দাবি করছিল বিজেপি। হবিবগঞ্জ রেল স্টেশনের নাম বদলের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল মধ্যপ্রদেশ সরকার। সেই আবেদন মঞ্জুর করেছে নরেন্দ্র মোদী সরকার।
কেন্দ্র আবেদন মঞ্জুর করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার শিবরাজ জানিয়েছেন, “ভোপালের হবিবগঞ্জ রেল স্টেশনের নাম জনজাতীয় রানি, রানি কমলাপতির নামে রাখার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। রানি কমলাপতি গোন্ড সমাজের গর্ব ছিলেন। তিনিই ছিলেন শেষ হিন্দু রানি।”
2021-11-13