বারাণসী, ১৩ নভেম্বর (হি.স.): সন্তানদের সঙ্গে মাতৃভাষায় কথা বলুন। মাতৃভাষায় কথা বলায় কোনও লজ্জা নেই। মাতৃভাষা আমাদের গর্ব। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “গুজরাটির থেকেও হিন্দি ভাষা আমার কাছে বেশি প্রিয়। রাজভাষাকে আরও শক্তিশালী করতে হবে আমাদের।” এদিনের অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। অমিত শাহ এদিন বলেছেন, “অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন দিল্লির বাইরে আয়োজন করার সিদ্ধান্ত আমরা ২০১৯ সালেই নিয়েছিলাম। করোনার জন্য দুই বছর আয়োজন করতে পারিনি আমরা, স্বাধীনতার অমৃত মহোৎসবে এই নতুন শুভ সূচনায় আমি আনন্দিত।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, “আগে হিন্দি ভাষার ক্ষেত্রে অনেক বিবাদ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় এখন শেষ হয়েছে। সমগ্র বিশ্বে আমাদের ভাষাকে প্রতিস্থাপিত করার জন্য গর্বের সঙ্গে কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী। যে দেশ নিজস্ব ভাষাকেই হারিয়ে ফেলে, সেই দেশ নিজস্ব সভ্যতা, সংস্কৃতি এবং মূল চিন্তাধারাও হারিয়ে ফেলে। যে সব দেশ নিজস্ব মূল চিন্তাধারা হারিয়ে ফেলে, সেই দেশ বিশ্বের প্রগতিতে অবদান রাখতে পারে না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “দেশের নতুন শিক্ষানীতির অন্যতম প্রধান বিষয় হল, ভাষার সংরক্ষণ ও প্রসার এবং সরকারি ভাষার সংরক্ষণ ও প্রসার। নতুন শিক্ষানীতিতে সরকারি ভাষা ও মাতৃভাষার ওপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে নতুন পরিবর্তন এনেছেন, তা বদলে দেবে ভারতের ভবিষ্যৎ।” অমিত শাহের সংযোজন, “যতক্ষণ পর্যন্ত দেশের প্রশাসনের ভাষা স্বভাষা না হবে, ততক্ষণ গণতন্ত্র সফল হতে পারবে না। গণতন্ত্র তখনই সফল হতে পারে যখন প্রশাসনের ভাষা হবে স্বভাষা, সরকারি ভাষা।”
2021-11-13