নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বৃহস্পতিবার আমবাসা সফর করেছেন৷ সফরকালে দলীয় কার্যালয়ে পৌরনিগমের দলীয় প্রার্থী এবং নেতাকর্মী সমর্থকদের সঙ্গে তিনি বৈঠক করেন৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ,পুর নির্বাচনে জনগণ রাজ্যের শাসক দল বিজেপিকে যোগ্য জবাব দেবেন৷ আমবাসা পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিপিএমের হাল-হকিকত জানতে আমবাসায় এলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷ আমবাসা পুর পরিষদ নির্বাচনে সবকয়টি আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম৷ বৃহস্পতিবার সিপিআইএমের প্রার্থীদের সাথে আমবাসাস্থিত সিপিএমের কার্যালয়ে বৈঠক করলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি জোর করে অনেকগুলি নগর পঞ্চায়েত ও পুরসভা দখল করেছে৷
আমবাসা পুর পরিষদ নির্বাচনে সিপিএম এর ফলাফল ভালো হবে বলে আশা ব্যক্ত করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক৷ তিনি বলেন দলীয় প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন এবং ভোটার দের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন৷ রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি৷
বিরোধীদল গুলির রাজনৈতিক অধিকার হরণ করার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ সারা রাজ্যে বিজেপির অকর্মণ্যতা ও ব্যর্থতার জন্য মানুষের মনে ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ পুরো পরিষদ নির্বাচনে জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন বলে তিনি উল্লেখ করেন৷সিপিআইএম রাজ্য সম্পাদক আমবাসা সফরকালে দলীয় নেতার ও দলীয় প্রার্থীর সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত করার জন্য তিনি নির্বাচন দপ্তর এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন৷