নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ আগরতলা পুরনিগম এবং অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এর জন্য ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস দল৷ প্রদেশ কংগ্রেস মঙ্গলবার ত্রিপুরার ইনচার্জ অজয় কুমারের হাত ধরে এই ইস্তেহার প্রকাশ করেছে৷
আগরতলা পুরনিগম এবং অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে কংগ্রেস৷ মঙ্গলবার কংগ্রেস দলের পক্ষ থেকে আগরতলা শহর এলাকায় প্রচার রেলি সংঘটিত করা হয়৷ রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলি থেকে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী আবেদন জানানো হয়৷ এদিন আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কংগ্রেস দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে৷ নির্বাচনী ইশতেহারে আগরতলা পৌরনিগম এবং অন্যান্য পুরো পরিষদ ও নগর পঞ্চায়েত গুলিতে জনগণের বিভিন্ন সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷
সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার ইনচার্জ অজয় কুমার৷ ইনচার্জ অজয় কুমারের হাত ধরে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়৷ নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দলীয় ইনচার্জ অজয় কুমার অভিযোগ করেন রাজ্যের পুর নিগম ,পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছে৷ শাসকদল একতরফাভাবে স্থানীয় নির্বাচনে জয়ী হওয়ার চক্রান্ত করেছে৷ জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করে এ ধরনের প্রয়াস খুবই বিপদজনক বলেও তিনি উল্লেখ করেন৷ গণতন্ত্র রক্ষায় কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা বলেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে পুরনিগম যেভাবে পরিচালনা করা হয়েছে বর্তমান সরকারও সেই ভাবেই পরিচালনা করার প্রয়াস নিচ্ছে৷ জনগণের বাস্তব সমস্যা সমাধানের বাস্তবসম্মত কোনো উদ্যোগ নেই৷ বিশেষ করে পুরো নাগরিকদের যে পানীয় জল পান করানো হচ্ছে তা পরিস্রুত নয় বলে তিনি মন্তব্য করেন৷ হাওড়া নদীর দু’’পাশে অন্তত ১০হাজার পরিবারের ৪০ হাজার মানুষ প্রতিদিন হাওড়া নদীতে তাদের মলমূত্র ত্যাগ করছে৷
সেই জল দিয়ে শহর এলাকার মানুষকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷ কংগ্রেস দল পুরো নিগমের ক্ষমতায় আসলে প্রথমেই হাওড়া নদীর পাশে যে সব পরিবার বসবাস করছে তাদের জন্য বিজ্ঞানসম্মত পয় প্রণালীর ব্যবস্থা করা হবে বলে সুনিদৃষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷তিনি আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ করেন৷এছাড়াকংগ্রেস কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা ও প্রাক্তন সভাপতি গোপাল রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের ইনচার্জ প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ৷

