ভারতে ১০৯-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ২৪ ঘন্টায় ১০.৮৫-লক্ষাধিক নমুনা টেস্ট

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): ভারতে ১০৯.০৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৫৯ লক্ষ ০৮ হাজারের বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ১,০৯,০৮,১৬,৩৫৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫৯ লক্ষ ০৮ হাজার ৪৪০ জনকে।

ভারতে ৬১.৭২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ নভেম্বর সারা দিনে ভারতে ১০,৮৫,৮৪৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬১,৭২,২৩,৯৩১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১০,৮৫,৮৪৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *