Second one within the stipulated time : করোনার প্রথম ডোজের মতো দ্বিতীয়টিও নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার গুচ্ছ পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কোভিড টিকাকরণের প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজও নির্ধারিতসময়ের মধ্যে দেওয়ার জন্য গুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার৷ এক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে আগরতলা ক্লাব ফোরামের৷ আজ আগরতলা ক্লাব ফোরামের সহায়তায় রামনগর স্পোর্টিং ক্লাবে আয়োজিত বিশেষ কোভিড টিকাকরণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


রাজধানীর ১০টি ক্লাবে একযোগে চলছে কোভিড টিকাকরণের এই বিশেষ শিবির৷ সময়ের মধ্যে কোভিড টিকাকরণের দ্বিতীয় ডোজের লক্ষ্যমাত্রা পূরণে এই উদ্যোগ গৃহীত হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ সেই লক্ষ্যে দ্রুততার সাথে কোভিড টিকাকরণের দ্বিতীয় ডোজের সুযোগ সবার কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে রাজ্যের ক্লাব ফোরামের৷ ইতিমধ্যেই ফোরামের সঙ্গে যুক্ত ক্লাবগুলি টিকাকরণে রাজ্য সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে কোভিড সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকলেও পার্শবর্তী বেশ কয়েকটি রাজ্য সহ বিভিন্ন জায়গায় কোভিড সংক্রমণ এখনও রয়েছে৷ তার জন্য প্রয়োজন সঠিক সময়ে টিকা গ্রহণ, কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টিকাকরণের সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিশেষ টিকাকরণ শিবির করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ অগ্রাধিকারের ভিত্তিতে ৬০ উর্দ নাগরিকদের টিকাকরণে গুচ্ছ পরিকল্পনা সফলভাবে রূপায়িত হয়েছে৷ রাজ্যে সময়ের মধ্যে টিকাকরণ হওয়ায় বিভিন্ন রাজ্যের তুলনায় ত্রিপুরায় কোভিড জনিত মৃত্যুর হার তুলনামূলক কম৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাব ফোরামের এডভাইজরি কমিটির চেয়ারম্যান সঞ্জয় পাল বলেন, কোভিড টিকাকরণে ক্লাবগুলির ভূমিকা ত্রিপুরায় নজির সৃষ্টি করেছে৷ কোভিড অতিমারীর সময়ে টিকাকরণ সহ বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি ক্লাব ফোরামের উদ্যোগে মানুষের কাছে বিভিন্ন সুফল পৌঁছে দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব ফোরামের জয়েন্ট কনভেনার সাংবাদিক প্রণব সরকার, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্ত শিব জয়সওয়াল, রামনগর স্পোর্টিং ক্লাবের সম্পাদক, সভাপতি প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *