দৈনিক সংক্ৰমণ ওঠা-নামা করছে ভারতে, করোনায় মৃত্যু আরও ৩৩২ জনের

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): কখনও বাড়ছে, কখনও আবার কমছে। ভারতে ওঠা-নামা করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন (২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন), এই সময়ে মৃত্যু হয়েছে ৩৩২ জনের। সোমবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,৯৮২ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ, ২০২০ সালের মার্চ মাস থেকে এযাবৎ সর্বোচ্চ সুস্থতার হার। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৪০,৬৩৮-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ২,১৮৮, যা ২৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১০,১২৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৫৯ লক্ষ ০৮ হাজার ৪৪০ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,০৯,০৮,১৬,৩৫৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৩২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬১,৩৮৯ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,৯৮২ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৭,৭৫,০৮৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *