নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ নভেম্বর৷৷ শনিবার পদ্মপুর স্থিত যে কয়েকটি দোকানঘর অগ্ণিকাণ্ডে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়ালেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন৷ যে আটটি দোকান ভয়াবহ অগ্ণিকাণ্ডে নিঃশেষ হয়ে গেছে তাদেরকে সাথে সাথেই মহকুমা ম্যাজিস্ট্রেট এর সাথে কথা বলে আপাতত প্রতিটি দোকানের মালিক কে ৫ হাজার টাকা করে সাময়য়িকসাহায্যে তুলে দেন৷
বাকি টাকা অ্যাসেসমেন্ট করে যার যত আসবে তাকে সরকারের সাধ্যমত দেওয়ার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দেন৷ ধর্মনগরে ২০১৮ সালের আগে বহুবার প্রতিবছরই অগ্ণিকাণ্ডে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হতো৷এমনকি ধর্মনগর বাজার এমন কোন বছর ছিল না যে অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতো না৷তখন ক্ষতিগ্রস্তরা সামান্য সরকারি সাহায্যের জন্য দিনের পর দিন একবার তহসিল অফিস ,একবার মহকুমা ম্যাজিস্ট্রেট অফিস দৌড়াতে দৌড়াতে জুতা শেষ হয়েছে৷তবুও কারোর কপালে সরকারি সাহায্য মিলতো, কারোর মিলত না৷ যারা শাসক দলের নেতাদের সান্নিধ্যে ছিল তাদের শুধু সরকারি সাহায্যের টাকা পেত৷ এখন ক্ষতিগ্রস্তরা প্রত্যেকে দলমত নির্বিশেষে সরকারি সাহায্য পেয়ে যাচ্ছে৷একেই বলে সবকা সাথ,সবকা বিকাশ৷