নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ নভেম্বর৷৷ রেলে কাটা পরে মৃত্যু এক নাবালিকার, ঘটনা রবিবার দুপুর ১টা নাগাদ ধর্মনগর থানাধীন ঢুপিরবন ৪নং ওয়ার্ডে৷জানা গেছে শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে কাটা পরে মৃত্যু হয় নাবালিকার৷ মৃত নাবালিকার নাম লক্ষি দত্ত(১৬) পিতা সুধির দত্ত বাড়ি ঢুপিরবন ৪ নং এলাকায় ই৷
স্থানীয় লোকজনরা এই দৃশ্য প্রত্যক্ষ করে সাথে সাথে খবর দেয় রেলওয়ে পুলিশ কে৷ খবর পেয়ে রেল পুলিশ ঘটনা স্থলে পৌছে মৃত দেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের হস্তান্তর করে ময়না তদন্তের জন্যে৷জানা গেছে রেলওয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে৷ দুপুর বেলা বাড়ি থেকে কিছু টা দুর এক নাবালিকার এইভাবে রেলে কাটা পরে মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে ধোঁয়াসা৷ স্থানীয়দের ধারণা এটা আত্মহত্যা, যদি আত্মহত্যা হয় তাহলে, আত্মহত্যার কোন কারণ এখনো উঠে আসে নি৷ পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা যায় পারিবারিক কোন সমস্যা ও ছিল না৷