নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ নভেম্বর৷৷আবারো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি৷ গৃহস্থের অনুপস্থিতিতে চোরের দল লুটে নিল ষগদ চার লক্ষ টাকা সহ প্রায় দুই থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও বেশকটি এন্ড্রয়েড মোবাইল ফোন৷ঘটনা ধর্মনগর থানা থেকে চল্লিশ মিটার দূরের থানা রোড এলাকায়৷ সানীয় জনমনে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক৷সানীয় থানার পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানা থেকে মাত্র চল্লিশ মিটার দূরে অবসিত থানা রোডের বাসিন্দা দীপক দেব স্বপরিবারে শনিবার রাত আনুমানিক নয়টা নাগাদ শহরের কালী পূজা দেখতে বের হন৷ পেশায় ব্যবসায়ী গৃহস্থ দীপক দেব স্ত্রী,কন্যাকে সাথে নিয়ে ধর্মনগর শহরের কালী পূজা পরিক্রমা করে অনুমানিক সাড়ে বারোটা নাগাদ নিজ ঘরে ফিরে আসেন৷ কিন্তু ঘরে ঢুকে দেখতে পান ঘরের সকল আসবাপত্র এলোমেলো৷ চক্ষু চড়কগাছ হয়ে পড়ে গৃহস্থ দীপক দেবের৷ তারপর গৃহস্থ দেখতে পান ঘরের পেছনের দরজা ও লোহার গেইট ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে৷ তড়িঘড়ি খবর দেন ধর্মনগর থানায়৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে একটি চুরির মামলা রুজু করে৷ এদিকে গৃহস্থ দীপক দেব জানান, চোরের দল বাড়ির পেছন দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ প্রায় চার লক্ষ টাকা ও দুই থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে৷সাথে বেশকটি এন্ড্রয়েড মোবাইলও নিয়ে গেছে চোরের দল৷ গৃহস্থ আরো জানান,এক বছর পূর্বে তাঁর বাড়িতে চুরি কান্ড সংগঠিত হয়েছিল৷তারপর শনিবার রাতে চুরি কান্ডের পুনরাবৃত্তি করল চোরের দল৷ সুতরাং ধর্মনগর থানার নাকের ডগায় এভাবে পর পর দুঃসাহসিক চুরি কান্ডে স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷ প্রশ্ণ উঠছে সানীয় থানার নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্ব নিয়ে৷তবে ধর্মনগর থানার পুলিশ এখন পর্যন্ত এই চুরি কান্ডের কোন কূলকিনারা করতে পারেনি৷