পোর্টব্লেয়ার, ৮ নভেম্বর (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সোমবার সকাল ৫.২৮ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান সমুদ্রে। পোর্টব্লেয়ার থেকে ২১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ক্যাম্পবেল বে থেকে ৩৩০ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, সোমবার সকাল ৫.২৮ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান সমুদ্রে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কম্পন টের পাওয়া যায়। কোথাও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।