Robi Shastri can get an offer : আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের প্রস্তাব পেতে পারেন রবি শাস্ত্রী

মুম্বই, ৭ নভেম্বর (হি.স) : আর মাত্র এক বছর পরই ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিতে হবে রবি শাস্ত্রীকে। পারফরম্যান্স যেমনই হোক, টি-২০ বিশ্বকাপের পরই বিরাট কোহলিদের হেডস্যারের পদ ছাড়তে হবে শাস্ত্রীকে। কিন্তু টিম ইন্ডিয়ার কোচিং ছাড়লেও কাজের অভাব হবে না টিম ইন্ডিয়ার প্রাক্তন অল-রাউন্ডারের। জানা গিয়েছে, ভারতীয় দলের দায়িত্ব ছেড়েই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেতে পারেন তিনি।

সূত্রের খবর, আইপিএলে এবছর নতুন করে নাম লেখানো আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের প্রস্তাব পেতে পারেন। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক সিভিসি গ্রুপ ইতিমধ্যেই তাঁকে কোচিংয়ের প্রস্তাব দিয়েছে। শুধু শাস্ত্রী নন, তাঁর সাপোর্ট স্টাফের অন্য সদস্যদেরও প্রস্তাব দিয়েছে সিভিসি গ্রুপ। তাঁরা চাইছে টিম ইন্ডিয়ার পুরো কোচিং স্টাফটাই আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হোক। আসলে নতুন দল হওয়ায় সিভিসি গ্রুপ এমন কাউকে কোচ চাইছেন যে ভারতীয় ক্রিকেট সার্কেলে অভিজ্ঞ। সেকারণেই শাস্ত্রীকে প্রস্তাব দিতে পারে সিভিসি গ্রুপ। যদিও তাঁদের তরফে সরকারিভাবে এ বিষয়ে জানানো হয়নি।