দুবাই, ৭ নভেম্বর (হি.স) : আজ রবিবার টি-২০ বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ধারণ হবে। সোমবার টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে নামবে ভারত। কিন্তু সমগ্র ভারত এখন সেদিকে নয়, তাকিয়ে রয়েছে আজকের নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিকেই।
রবিবারই বিশ্বকাপে ভারত থাকবে কি থাকবে না তার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ শেষেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত হিসাব নিকাশ। সেই ম্যাচে ভারতীয় সমর্থকদের সমর্থন যে এখন আফগানিস্তানের দিকেই, তা হয়ত বোঝার অপেক্ষা রাখে না।
যদিও খাতায় কলমের হিসাবে সেমিফাইনালে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়েছে ভারতের। আর সেই হিসাব অনুযায়ী বাকি তিন ম্যাচে তিনটিতেই জিততে হবে ভারতকে। যারমধ্যে দুটোতে ইতিমধ্যেই জিতে ফেলেছে ভারত। সঙ্গে বিরাট রানরেটও তাদেরই রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডকে হারতে হবে আফগানিস্তানের কাছে।
এই ম্যাচের ওপরই এখন ভারতের ভাগ্য নির্ধারণ করছে। রানরেটে সকলের থেকে অনেকটা এগিয়ে থাকলেও, নিউজিল্যান্ড জিতে গেলে তা কোনও কাজেই লাগবে না ভারতের। ভারত যতই এগোক না কেন, কিউইদের হারতেই হবে। স্কটল্যান্ড, নামিবিয়ার বিরুদ্ধে তা হয়নি।
এখন একমাত্র আশা আফগানিস্তান। ভারত সোমবার নামবে নামিবিয়ার বিরুদ্ধে। তার একদিন আগেই নির্ধারিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের ভাগ্য। সেদিকেই তাকিয়ে গোটা ভারতবাসী।