নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স) : রবিবার দুপুরে গোয়া রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছর গোয়া সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ) দলের পক্ষ থেকে রাজনৈতিক জমির শক্ত করতে দুদিনের সফরে গোয়া যাচ্ছেন দলের কনভেনার তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন দুপুর দুটো নাগাদ তিনি গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে। এদিন বিকেল চারটের সময় তিনি গোমন্ত ভান্ডারী কমিউনিটি হলে একটি বৈঠকের ডাক দিয়েছেন।
উল্লেখ্য, তিনি এর আগে ঘোষণা করেছিলেন, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রার্থীরা নির্বাচনের প্রতিদ্বন্দিতা করবেন। সেই রাজনৈতিক জমি শক্ত করতে এবার স্বয়ং তিনি গোয়া রওনা দিলেন।