Unable to submit nomination papers : মনোনয়নপত্র দাখিল করতে না পেরে শান্তিরবাজারে ধরণা তিপ্রা মথার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩ নভেম্বর৷৷ মনোনয়ন দাখিল করতে না পেরে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলো তিপ্রামথা দলের নেতৃত্ব বৃন্দরা৷ ঘটনার বিবরনে জানা যায় আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তির বাজর পৌর পরিষদের ১ নং ওয়ার্ডে এস টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দিতা করতে বুধবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে আসে তিপ্রামথা দলের নেতৃত্ববৃন্দরা৷

মনোনয়ন দাখিলের সময় অতিক্রান্ত হবার ফলে রিটার্নিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমা শাসক অভানন্দ বৈদ্য তিপ্রামথা দলের নেতৃত্বদের জানান নমিনেশম প্রদান করাযাবেনা৷ এইকথা শুনে তিপ্রা মথা দলের নেতৃত্বরা মহকুমা শাসকের কার্যালয়ে ধর্নায় বসে৷ উনাদের অভিযোগ সময় যদি অতিক্রান্ত হয়েথাকে তাহলে আরক্ষাপ্রসাশন কেন তাদের প্রবেশে বাঁধা দান করেনি৷ উনারা জানান আরক্ষা প্রসাশনের লোকজনেরা তিপ্রামথাদলের নেতৃত্বদের সাহয্যের হাত বাড়ীয়ে দিয়েছেন৷ এই বিষয়ে রিটার্নিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমা শাসক অভয়ানন্দ বৈদ্য জানান সময় অতিক্রান্ত হবার জন্যই মনোনয়ন গ্রহন করা হয়নি৷