শ্রীনগর, ৩ নভেম্বর (হি.স.): রাতের তাপমাত্রা আরও নামল কাশ্মীর উপত্যকায়। কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকার সর্বত্রই। বুধবার গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৬ ডিগ্রি সেলসিয়াস, আগের রাতে গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা কমে ২.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, আগের রাতেই শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীরের প্রবেশদ্বার শহর কাজিগুন্দে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৬ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.০ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে। কাশ্মীরের পাহাড় এখন সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে, কনকনে ঠাণ্ডা ডাল লেকের জল। কাশ্মীরে প্রকৃতি অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে।