BJP nominated in the municipal : উৎসবের মেজাজে পুর ও নগর নির্বাচনে মনোনয়ন দিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ঢাক-ঢোল পিটিয়ে এবং সুবিশাল মিছিল আগরতলা পুর নিগম নির্বাচনে বিজেপি প্রার্থীরা আজ মনোনয়ন জমা দিয়েছেন৷ তেমনি, আজ জিরানিয়া নগর পঞ্চায়েত এবং রানীর বাজার পুর পরিষদেও বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷ সব মিলিয়ে পশ্চিম জেলায় আজ পুর ও নগর নির্বাচনে মনোনয়নকে ঘিরে উতবের মেজাজ লক্ষ্য করা গেছে৷ পুর নিগমে আজ প্রায় সমস্ত আসনেই বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷


পুর নিগমে ২০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্না দত্ত বলেন, মানুষের প্রত্যাশা পূরণে অতীতের মতোই সমস্ত চেষ্টা হবে৷ শহর সৌন্দর্য্যয়ন এবং নাগরিক পরিষেবা সুনিশ্চিত করাই হবে একমাত্র লক্ষ্য৷ এদিন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়িকা মিমি মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা মনোনয়ন জমা দেওয়ার মিছিলে অংশ নিয়েছেন৷


কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে পুর নিগমে ৫১টি ওয়ার্ডেই পদ্ম ফুল ফুটবে৷ আগরতলা শহরকে আরও স্মার্ট করে তোলার জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে৷ তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আগরতলা শহরে বৃষ্টির জল এখন জমছে না৷ জল নিষ্কাসনি ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাই, পুর নিগম নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি৷


বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঢাক-ঢোল ও কাসর বাজিয়ে সহস্রাধিক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিল করে জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১-টি ওয়ার্ড এবং রাণীরবাজার পুর-পরিষদের ১৩ টি ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনিত প্রার্থীরা আজ রিটার্নিং অফিসারের কার্য্যালয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করলেন৷ মিছিলের অগ্রভাগে ছিলেন তথ্য ০ সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *