লখনউ, ৩ নভেম্বর (হি.স.): দীপাবলি মানেই আলোর উৎসব। এ বছর দীপাবলিতে, অযোধ্যায় জ্বালানো হবে ৯ লক্ষ প্রদীপ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দেশ ও বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অযোধ্যার দীপোৎসব। যোগী জানিয়েছেন, এ বছর দীপাবলিতে, অযোধ্যায় জ্বালানো হবে ৯ লক্ষ প্রদীপ। তিনি আরও জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত গ্রামীণ ও আর্বান প্রকল্পের অধীনে ৪৩ লক্ষ মানুষকে নিজেদের বাড়ি দিয়েছি।
উত্তর প্রদেশের জনপ্রতিনিধিদের কাছে যোগী আদিত্যনাথ আহ্বান জানিয়েছেন, “একটি বাড়িকে দত্তক নিন, তাঁদের বাড়িতে প্রদীপ প্রজ্বলনে অবদান রাখুন এবং মিষ্টি বিতরণ করুন। সেই সমস্ত পরিবারের শিশুদের দীপাবলির উপহার দেওয়ার জন্যও আমি আবেদন করছি।”

